Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১০ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (১০ আগস্ট) বিকেলে হাসপাতালের নতুন বিল্ডিংয়ের তৃতীয় তলায় মেডিসিন বিভাগের পাশের একটি ওয়ার্ডে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওয়ার্ডের বৈদ্যুতিক সুইচবোর্ডে শব্দ হয়। এর পর সেখানে আগুন ধরে যায়। এসময় ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনরা দৌঁড়ে বাইরে চলে যান।

মৌলভীবাজার ফায়ার স্টেশনের দমকল কর্মী ফাহিম আহমেদ জানান, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে আমরা পৌঁছার আগেই হাসপাতালের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার পলাশ রায় জানান, এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.