Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলো প্রশাসন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০১৬

সিলেটের গোয়াইনঘাটে দশম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সংগ্রাম বস্তী (লন্ডনি বাজার) গ্রামের আফরুজ মিয়ার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে স্থানীয় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সোহেনা আক্তারের সাথে সুনামগঞ্জ জেলার ব্যবসায়ী আজমান মিয়ার বিয়ে সম্পাদনের জন্য বুধবার তারিখ নির্ধারণ করা হয়।

বাল্য বিয়ের খবর পেয়ে বুধবার সকালে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহমেদ রাসেল ঘটনাস্থলে গিয়ে মেয়ের অপ্রাপ্ত বয়সের বিষয়ে সত্যতা পাওয়ার পর বিবাহ বন্ধ করে দেন এবং প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মেয়ের বিয়ে দেয়া হবে মর্মে পরিবারের কাছ থেকে অঙ্গীকারনামা নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.