Sylhet Today 24 PRINT

সিলেটে ভালো করেছে ছেলেরা, জিপিএ-৫ পেয়েছে ১৩৩০ জন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০১৬

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মেয়েদের চেয়ে এবার ছেলেরা ভাল ফল করেছে। তবে সার্বিক পাশের হার অনেক কমে গেছে।  গতবছর পাশের হার ছিলো ৭৯.৩৮, এবার পাশের হার ৬৮.৫৯ শতাংশ।  এবার এই বোর্ডে  জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৩৩০। যা আগের বছরের তুলনায় কম।

পাশের হারের দিকে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ছেলেদের পাশের হার ৭০.৩১ ও মেয়েদের পাশের হার ৬৭.১১।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল জানান শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার।

বোর্ডের ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪ হাজার ১৫৩ জন পরিক্ষার্থীর মধ্যে মোট ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৩ হাজার ৮৭০জন।

সিলেট শিক্ষাবোর্ডে এবার শতভাগ ফলাফল অর্জন করেছে ৫টি কলেজ।  এগুলো হলো সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্জিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.