Sylhet Today 24 PRINT

সিলেটে কমেছে পাশের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০১৬

সিলেট শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে। বিগত ৫ বছরের মধ্যে এবারই সিলেটে পাশের হার সবচেয়ে কম।

এবছর সিলেটে পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩০ জন শিক্ষার্থী। যেখানে গত বছর সিলেটে পাসের হার ছিল ৭৪ দশমিক ৫৭ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল এক হাজার ৩৫৬ জন।


সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৮৭০ জন। শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আগের বছরগুলোতে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করলেও এবার ঘটেছে উল্টোটা। এবার ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩১ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ১১ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও এবার এগিয়ে সিলেটের ছেলেরাই। এক হাজার ৩৩০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে এবার ৭৯৪ জন ছেলে ও ৫৩৬ জন মেয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.