Sylhet Today 24 PRINT

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে উত্তাল জিন্দাবাজার, সড়ক অবরোধ, চলছে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০১৬

সিলেটে ব্যবসায়ী করিম বক্স মামুনকে হত্যার প্রতিবাদে ও খুনীর গ্রেপ্তার দাবিতে উত্তাল হয়ে উঠেছে জিন্দাবাজার এলাকা। সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। বন্ধ হয়ে গেছে জিন্দাবাজার ও আশপাশের এলাকায় যান চলাচল।

বৃহস্পতিবার দুপুর থেকে নগরীর ব্যস্ততম জিন্দাবাজার মোড়ে চলছে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ। সমাবেশ থেকে অবিলম্বে মামুনের খুনিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। চলছে মুহুর্মুহু শ্লোগান।

এর আগে বৃহস্পতিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশের এ কর্মসূচি মাইকযোগে প্রচার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে নিজ দোকানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন সিলেটের ব্যবসায়ীরা। বুধবার দিনভর মার্কেট বন্ধ রেখে মিছিল-সমাবেশ করেছেন তারা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.