Sylhet Today 24 PRINT

তাজুল ইসলাম হত্যার ঘটনায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক |  ২১ আগস্ট, ২০১৬

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শাহানারা বেগম শানুর স্বামী ও স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রাতে নগরীর খুলিয়াপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাহানারা বেগম শানুর ছেলে সোহান ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গুলজার আহমদ, তার ভাই দুলাল আহদ, গুলজারের পুত্র সুলেমান আহমদ ও সন্দেহভাজন সৈয়দ আপ্তাব আলী।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ আটকের কথা স্বীকার করে জানান, নিহতের ময়না তদন্ত চলছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।

নগরীর লামাবাজারে শনিবার রাত দশটার দিকে শাহানারা বেগম শানুর স্বামী ও স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬শে জানুয়ারি শাহানারা বেগম শানুর ছেলে সিলেট মদন মোহন কলেজের ছাত্র সোহান ইসলামকে খুন করে স্থানীয় সন্ত্রাসী গুলজার বাহিনী। পরে তার আরো এক ছেলেকে কুপিয়ে গুরুতরআহত করে সন্ত্রাসীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.