Sylhet Today 24 PRINT

জন্মাষ্টমীর আয়োজনে থাকবে বিশেষ নিরাপত্তা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৬

জন্মাষ্টমীকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সুষ্ঠুভাবে জন্মাষ্টমী উদযাপনে সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করে সিলেট জেলা পুলিশ। এ সময় জন্মাষ্টমিতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানায় সিলেট জেলা পুলিশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জমানের সভাপতিত্বে আয়োজিত সভায় সিলেট জেলা ও সকল উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে কেহ যাতে কোন ধরনের নাশকতা বা ধর্মীয় উস্কানী দিতে না পারে সেদিকে নজর দেয়ার বিষয়ে উপস্থিত সবাই একমত পোষণ করেন। এছাড়াও জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সভা, র‌্যালি যাতে নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়।

সভায় সিলেট জেলার সার্বজনিন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব গোপিকা শ্যাম পুরকায়স্থ ও কোষাধ্যক্ষ বিজয় কৃষ্ণ বিশ্বাসসহ সিলেট জেলার সকল উপজেলার জন্মাষ্টমী উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সিলেট জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.