Sylhet Today 24 PRINT

সিলেটসহ সারাদেশে রোববার পেট্রোল পাম্পে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০১৬

১২ দফা দাবিতে রোববার সারাদেশের পেট্রোলপাম্পে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাঙ্কলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে বিকেল ৩টা পর্যন্ত।

কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্বতা পোষণ করে এদিন সিলেটেরও সবকটি পেট্রোলপাম্প বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে। তাছাড়া ট্যাংক লরির মাধ্যমে তেল উত্তোলন,পরিবহন এবং বিপণনও বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সিলেট শাখার নেতৃবৃন্দ।

গত ২০ আগস্ট রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ ঘোষণা দেয়।

সম্প্রতি ১২ দফা দাবির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে তিনবার চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি। তাই এবার তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।

এরপরও দাবি মানা না হলে টানা কর্মবিরতিতে যাওয়ারও ঘোষণা দেয়া হবে বলে বলে কেন্দ্রীয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.