Sylhet Today 24 PRINT

নতুন পারাবতে শ্রীমঙ্গলের জন্য বরাদ্দ ১০৪ আসন

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল |  ২৮ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

ঢাকা-সিলেট রেলপথে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন  আগামী ২ সেপ্টেম্বর সাদা, লাল, সবুজ তিন রঙের মিশ্রনে নতুন ১৬টি কোচ নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। রেলসূত্র জানিয়েছে, নতুন পারাবত এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের জন্য বরাদ্দ থাকছে ১০৪টি আসন।

শুভ্রতার রঙ সাদা, আত্মত্যাগের রঙ লাল এবং বাংলার রঙ সবুজ- এই তিনটি রঙে সাজানো নতুন আন্তঃনগর পারাবত ট্রেনে ঢাকা যাবার জন্য শ্রীমঙ্গল বরাদ্দ পেয়েছে মোট ৯৯টি আসন। এরমধ্যে এসি কোচে থাকছে ৯টি আসন, এসি চেয়ারে থাকছে ৩০টি আসন এবং শোভন চেয়ারে থাকছে ৬০ টি আসন। আর  শ্রীমঙ্গল থেকে বি-বাড়িয়া যাবার জন্য শোভন চেয়ার কোচে ৫টি আসন বরাদ্দ হয়েছে।

অপরদিকে , শ্রীমঙ্গল থেকে সিলেট অভিমুখী পারাবতে  কুলাউড়ার জন্য থাকছে শোভন চেয়ার ৫টি এবং সিলেটের জন্য আসন বরাদ্দ হয়েছে ৫৯টি। এই আসন বিন্যাস আপ ও ডাউন উভয় পারাবত ট্রেনেই প্রযোজ্য হবে।

রেলসুত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে দ্বিতীয় কিস্তিতে আনা কোচ (বগি) থেকে নতুন ১৬টি কোচ সংযুক্ত হচ্ছে সিলেট-ঢাকা রেলরুটের পারাবত ট্রেনে। এরমধ্যে দুইটি কোচ থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। থাকবে প্রথম শ্রেনী ও শোভন চেয়ার কোচ। খাবার গাড়ী বা ক্যান্টিন কোচ থাকবে একটি। আর পাওয়ার কোচ থাকবে একটি। তবে শোভন শ্রেণী পুরোপুরিভাবে উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল বিভাগ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নতুন ট্রেনটি আগামী ২ সেপ্টেম্বর সকাল ০৬:৪০ মিনিটে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

বর্তমানে পারাবত ট্রেনে ১১টি কোচ রয়েছে। আগে এসি কোচ থাকলেও বর্তমানে তা নেই। দীর্ঘদিন থেকে পারাবত ট্রেনে কোচ সংকট থাকার কারনে আসন সংকটে ছিলেন যাত্রীরা, পাওয়া যেতো না টিকেট। নতুন কোচ সংযুক্তির ফলে টিকেট সংকটও কিছুটা কমবে।

কোচ সংখ্যা বৃদ্ধি করে নতুন এই ট্রেনটি চালুর মধ্য দিয়ে যাত্রীদের দূর্ভোগ পুরোপুরি না মিটলেও অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন রেল কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.