Sylhet Today 24 PRINT

সিলেটের তাজুল হত্যার আসামি বিক্রম জামালপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০১৬

নিহত তাজুল ইসলাম

সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যা মামলার আসামি বিক্রম ওরফে দা বিক্রমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার একটি গভীর জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া বিক্রম সিলেটের শাহপরাণ এলাকার বাসিন্দা। সে তাজুল হত্যা মামলার এজহারভুক্ত আসামী।

বিক্রমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাতে সিলেট নগরীর শেখঘাটের খুলিয়াপাড়া এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিল শাহানারা বেগম শানু'র স্বামী স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই রাতে তাকে আহত অবস্থায় খুলিয়াপাড়া এলাকায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার ভাই ও স্থানীয়রা। রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.