Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালক নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগীরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইব্রাহিম আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিকে থেকে আসা অপর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে ১৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান চালক ইব্রাহিম আলী।  হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।
 
সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন  জানান, বাস দুটির সংঘর্ষের ঘটনায় বাস চালক হাসপাতালে মারা গেছেন।  ঘটনার পর জনতা সড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.