Sylhet Today 24 PRINT

নগরীতে ছিনতাইয়ের শিকার শাবি শিক্ষার্থী

শাবি প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

ফের ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রী। রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ঐ শিক্ষার্থীর নাম রাইতাহ বিনতে আহসান। বৃহস্পতিবার জিন্দাবাজার থেকে ফেরার পথে নগরীর সাগরদীঘির পাড় এলাকায় ছিনতায়ের শিকার হন তিনি।

ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মোবাইল, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। রাইতাহ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের বাসিন্দা।

জানা যায়, নগরীর জিন্দাবাজার থেকে রিকশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সাগরদীঘির পাড় এলাকায় আসলে মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী পাশ থেকে হ্যান্ডব্যাগ টান দিয়ে নিয়ে চলে যায়। এসময় ব্যাগ ধরে রইলেও তার ব্যাগ ছিড়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ছিনতাইয়ের শিকার রাইতাহ জানান, তার ব্যাগে মোবাইল ফোন সেট, প্রায় সাড়ে চার হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র ছিলো।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর কবির জানান, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একটুর জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.