Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে রথযাত্রায় হামলার ঘটনায় ব্যবসায়ী মিন্টু ধর গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৬

জগন্নাথপুরে রথযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী আসামি মিন্টু রঞ্জন ধরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি জগন্নাথপুর বাজার এলাকার বাসিন্দা মৃত মিহির রঞ্জন ধরের ছেলে ও হিন্দু ধর্মীয় সংগঠন ইসকন নেতা। এই হামলার ঘটনায় পুলিশ এসল্টসহ দায়েরকৃত ৩টি মামলার আসামী মিন্টু ধর।

পুলিশ সুত্রে জানা যায়, জগন্নাথপুরে ৩টি মামলার আসামি মিন্টু রঞ্জন ধরকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে জগন্নাথপুর থানার এসআই আনোয়ার হোসেন, আব্দুল কাদের, আব্দুস সালাম মিয়া, সাইফুল ইসলাম, অভিজিৎ সিংহ এর নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মিন্টু রঞ্জন ধরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন জানান, তিন মামলার বাকীসব আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

উল্লেখ্য, গত ৭ জুলাই রথযাত্রা উৎসব পালন নিয়ে জগন্নাথপুরের সার্বজনীন পূজা কমিটি ও ইসকন নেতা মিন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ সাংবাদিকসহ ২০ জন আহত হন। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে একটিসহ ৩ টি মামলা দায়ের হয়। সবকয়টি মামলায় মিন্টু রঞ্জন ধরকে আসামি করা হয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.