Sylhet Today 24 PRINT

নগরীতে ধূমপানের প্রচারণা বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট নগরীতে ধুমপানের প্রচারণা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।রবিবার বিকেলে নগরীর জিন্দাবাজারের ভোজনবাড়ি রেস্টুরেন্ট সংলগ্ন ভোজন পান ভান্ডার, পানসী রেস্টুরেন্ট সংলগ্ন তামিম স্টোর ও পাঁচভাই রেস্টুরেন্ট সংলগ্ন জনপ্রিয় স্টোরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় সিগারেটের প্রচারণা চালানোর অভিযোগে ও অবৈধ বিদেশি সিগারেট বিক্রির দায়ে ভোজন পান ভান্ডারকে ১৫০০ টাকা, তামিম স্টোরকে ২০০০ ও জনপ্রিয় স্টোরকে ১৫০০ টাকা জরিমানা করেন আদালত। এ সময় অবৈধ সিগারেট ও প্রচারণার উপকরণ জব্দ করা হয়।

সিলেটের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহিদুল আলম এবং ইয়াসমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.