Sylhet Today 24 PRINT

তেলিরাইয়ে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৫

সিলেট-ঢাকা মহাসড়কের তেলিরাইয়ে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে ।
সময় ছাত্রদল নেতাকর্মীরা ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে পুলিশ ২৪ রাউন্ড শর্টগানের গুলি ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তেলিরাইয়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে ৮-১০টি গাড়ি ভাঙচুরের দাবি করেছে ছাত্রদল। তবে পুলিশ জানিয়েছে ওই সময় কোন গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। ছাত্রদল সহিংসতা শুরুর আগেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ জানান- মঙ্গলবার সকাল ১০টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী তার নেতৃত্বে তেলিরাইয়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান- সিলেট-ঢাকা মহাসড়কের তেলিরাইয়ে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিশ ২৪ রাউন্ড শর্টগানের গুলি ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশী তৎপরতার কারণে ছাত্রদল নেতাকর্মীরা কোন যানবাহনের ক্ষতি করতে পারেনি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.