Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মূর্তি চলচ্চিত্রের গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

সমর্পণ প্রোডাকশনের ব্যানারে নির্মিত পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র নিবেদিত হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম প্রযোজিত ও সি এম রায়হান উজ্জ্বল পরিচালিত বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক চলচ্চিত্র মূর্তি এর গ্র্যান্ড প্রিমিয়ার শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের  সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপক সাইফুদ্দিন জাবেদের সঞ্চালনায় প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির। প্রযোজকের বক্তব্য রাখেন চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, পরিচালকের বক্তব্য রাখেন মূর্তির পরিচালক  সি এম রায়হান উজ্জ্বল এবং স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ইফতেখার আহমেদ ফাগুন।

প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির তার বক্তব্যে বলেন- সমর্পণ প্রোডাকশন গত দুবছর ধরে  জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে। বাল্যবিবাহের মত সামাজিক  ব্যাধি নিরসনে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনীর বিকল্প নেই। এছাড়াও প্রযোজক মোতাচ্ছিরুল ইসলাম ও  নিবেদক পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বাল্যবিবাহের প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির গুরুত্ব নিয়ে  আলোচনা করেন। চলচ্চিত্রটির অফিসিয়াল ব্যানারের পর্দা উন্মোচন করেন প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির। উক্ত প্রিমিয়ার অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন কানায় কানায়  দর্শকপূর্ণ ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.