Sylhet Today 24 PRINT

ভৈরব মন্দিরে প্রতিমা ভাংচুর মামলায় যুবকের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট নগরীর চালিবন্দরস্থ ভৈরব মন্দিরের প্রতিমা ভাংচুর মামলার ঘটনায় অভিযুক্ত আসামী খলিলুর রহমান খানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন  সিলেটের মুখ্য মহানগর (সিএমএম) হাকিম আদালত।

রোববার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে সিএমএম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু এই রায় প্রদান করেন। তবে আসামী খলিল জামিন পেয়ে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতেই দ্রুত বিচার আইনের মামলায় আদালত এই রায় দেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট শিশির কুমার রায়। রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মাহফুজুর রহমান।

এই মামলার পরিচালনাকারী দলের সদস্য এডভোকেট প্রবাল চৌধুরী পূজন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করেন।

আসামী খলিলুর রহমান খান ছড়ারপারের সুগন্ধা -৩১ নম্বর বাসার মৃত আব্দুল হান্নানের পুত্র।

উল্লেখ্য, চলতি বছরের ২০ এপ্রিল সিলেট নগরীর চালিবন্দরস্থ ভৈরব মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়। এসময় স্থানীয় এলাকাবাসী হাতে নাতে খলিলুর রহমান নামক হামলাকারী যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে মন্দিরের পুরোহিত সুশান্ত চক্রবর্তী বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় একটি মামলা (জিআর মামলা ১২৩/১৬)  দায়ের করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.