Sylhet Today 24 PRINT

রাণীগঞ্জ ফেরী বিকল, যাত্রী দুর্ভোগ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজার এলাকা দিয়ে কুশিয়ারা নদীর উপর বেশ কয়েক মাস ধরে ফেরী দিয়ে যানচলাচল করে আসছে। গত দুইদিন ধরে বিকল হয়ে পড়েছে এ ফেরী। এর আগেও একাধিকবার এই ফেরীটি বিকল হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

স্থানীয় ও ফেরী কতৃপক্ষ সূত্রে জানাযায়- জমাকালো আয়োজনের মধ্যে দিয়ে হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের সাথে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য ফেরী সার্ভিসটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি। উদ্বোধনের পর থেকে প্রায়ই ফেরী নষ্ট হয়ে পরে। এমনকি অতিরিক্ত সময়ও অপেক্ষার প্রহর গুনতে হয় যাত্রীদেরকে। অতিরিক্ত সময় ব্যায় হওয়ার ফলে রাণীগঞ্জ বাজারে যানযটের সৃষ্টি হয়। এতে করে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রী সাধারন ভোগান্তির ফলে রাণীগঞ্জ এলাকা দিয়ে যাতাযাত করা বন্ধ করে দিয়েছেন।

সড়ক ও জনপদ অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী  আনোয়ারুল আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইঞ্জিনিয়াররা এসে ফেরী চলাচলের জন্য উপযোগী করেছে। সোমবার থেকে পুণরায় ফেরী চলাচল শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.