Sylhet Today 24 PRINT

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ

তপন জ্যোতি তপু, ছাতক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৬

সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের অর্ধ শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের চাঁদনী ঘাট থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ফুটপাতের অর্ধ শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

এসময় উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ আলী বাবলু, সার্ভেয়ার মনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.