Sylhet Today 24 PRINT

সাংবাদিক মারধর, শাল্লার ইউএনও প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক  |  ২৮ সেপ্টেম্বর, ২০১৬

সাংবাদিক মারধরের ঘটনায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরামকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ তাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার আদেশ দেন।

বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার আসিফ বিন ইকরামকে প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন করেন সুনামগঞ্জের সাংবাদিকরা। এই মানববন্ধন থেকে সাত দিনের মধ্যে ইউএনওকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসনমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউএনও আসিফ বিন ইকরামের নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি সুনামগঞ্জের সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়ে গত ২৫ সেপ্টেম্বর শাল্লায় এক সাংবাদিককে মারধর করেন।

উল্লেখ্য, সিলেটের কোম্পানীগঞ্জে এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লক্ষ টাকা ঘুষ নেয়ার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার সুত্র ধরে এ এইচ এম আসিফ বিন ইকরামের ইনক্রিমেন্ট সহ সকল পদোন্নতি স্থগিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.