Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে হত্যার উসকানি : ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেটে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে সিলেটে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে।

সাবেক বিএনপি নেতা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিটি কাউন্সিলরর আজাদুর রহমান আজাদ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী আজাদ ও আইনজীবী এডভোকেট শামসুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ আহম্মদ সিদ্দিকী তার নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় উসকানি ও বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

আইনজীবী এডভোকেট শামসুল ইসলাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

কাউন্সিলর আজাদুর রহমান বলেন, ইরাদ সিদ্দিকী সম্প্রতি একটি পত্রিকায় 'গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার' প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার বিকল্প নেই বলে উল্লেখ করেন। এছাড়া ইরাদ তাঁর ফেসবুকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পিতাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এই কটূক্তি ও হত্যার উসকানির কারণে মামলা দায়ের করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.