Sylhet Today 24 PRINT

ছাতকে আদালতের নির্দেশে দখলমুক্ত হল সরকারী ভূমি

ছাতক প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

ছাতকে আদালতের নির্দেশে সরকারী ভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর শহরের তাতিকোনা পশ্চিমপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তহশীলদার, সার্ভেয়ার ছাড়াও অর্ধশতাধিক পুলিশ সদস্যরা অংশ নেন।

ছাতক শহরের তাতিকোনা এলাকার বাসিন্দা আসিদ আলীর পুত্র সাহেদ আলীর দায়েরকৃত ৬/২০১৫ নং মামলায় আদালতের রায়ের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

এসময় প্রায় ৩শ’ ফুট দীর্ঘ ও ৫ফুট প্রস্থ সরকারী রাস্তা দখলমুক্ত করা হয়। অভিযানে ওই এলাকার সিরাজুল ইসলামের বহুতল ভবনের আংশিক, কবির মিয়ার কাঁচাঘর ও নুর ইসলামের অবৈধভাবে নির্মিত পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.