Sylhet Today 24 PRINT

কিভাবে সুষ্ঠ পদ্ধতিতে নির্বাচন করতে হবে এ নিয়ে বই লিখেছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি একটি বই লিখেছি। সেখানে লিখেছি কিভাবে সুষ্ঠ পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এটা অনুসরণ করলে দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব।

শনিবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ একথাগুলো বলেন।


এরশাদ বলেন, ক্ষমতায় গেলে আমি প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবো। সিলেট হবে জালালাবাদ প্রদেশের রাজধানী।

তিনি বলেন, আমি ক্ষমতায় থাকতে মাত্র দু’জন মানুষ মারা গিয়েছিলো- নুর হোসেন আর মিলন। অথচ এখন হিসাব ছাড়া মানুষ প্রতিদিন মারা যায়। খবরের কাগজ খুললেই খুন, ধর্ষন, ডাকাতি রাহাজানি। এসবের বিচার হয় কি না আমি জানি না।

তিনি বলেন, দেশে হিংসার রাজনীতি চলছে। মানুষ এখন পরিবর্তন চায়। দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টিকেই ক্ষমতায় আসতে হবে।

জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রহুল আমিন হাওলাদার, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও হুইপ সেলিম উদ্দিন, সংসদ সদস্য ইয়াইহয়া চৌধুরী এহিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.