Sylhet Today 24 PRINT

\'ব্যবসার মাধ্যমেও মানব সেবা করা যায়\'

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৬

উন্নতমানের গ্রাহক সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে বিশ্বনাথে যাত্রা শুরু করলো ‘আলী ষ্টুডিও এন্ড ভিডিওগ্রাফী’ নামে একটি ব্যবসা প্রতিষ্টান। যুক্তরাজ্য প্রবাসী সমছু মিয়ার অর্থায়নে বিশ্বনাথ নতুন বাজারের আল-বুরাক শপিং সেন্টারে এ ব্যবসা প্রতিষ্টানের উদ্বোধনীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার (২ অক্টোবর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সদস্য আ.ন.ম শফিকুল হক। প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম শফিক বলেন, নিজেকে লাভমান করাই শুধু ব্যবসার মুল লক্ষ্য উদ্দেশ্য হলে চলবেনা কারণ সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে নিজের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি এলাকার আর্থসামজিক উন্নয়নেও অবদান রাখা সম্ভব। ব্যবসাকে নবীজীর সুন্নত আখ্যা দিয়ে তিনি আরও বলেন- আর এজন্যই মুলত আমাদের পবিত্র ধর্ম ইসলাম ব্যবসায়ীদেরকে নানাভাবে উৎসাহ যুগিয়েছে।

যুক্তরাজ্য প্রবাসী সমছু মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের উপাস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, সাবেক যুগ্ম সম্পাদক এএইচএম ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক ফারুক আহমদ, সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ, প্রাইম ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস, সহকারি ব্যবস্থাপক আনোয়ারুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি আবদুল আহাদ, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়।

এ সময় উপজেলা যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, সুহেল তালুকদার, নিজাম উদ্দিন, ব্যবসায়ী হাজী তেরা মিয়া, আবদুল মতিন, সিরাজ মিয়া, তফুর মিয়া, মামুন মিয়া, আনর আলী, আবদুল মান্নান, আবদুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মিলাদ শেষে দেশি-বিদেশী ও সকল ব্যবসাীদের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.