Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে ভুয়া এনএসআই আটক করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক |  ০৩ অক্টোবর, ২০১৬

ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়দানকারী ইহসানুল হক হৃদয় (২৩) নামে এক যুবককে সিলেটের দক্ষিণ সুরমা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নয়ের (র‌্যাব-৯) সদস্যরা ।

রোববার (০২ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার নর্থ ইস্ট নার্সিং কলেজের সামনে থেকে তাকে আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‍্যাব।

র‍্যাব জানায় আটক হৃদয় সুনামগঞ্জ সদরের জলিলপুর গ্রামের মো. ফজলুল করিমের ছেলে।

র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  হৃদয় নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে নর্থ ইস্ট নার্সিং কলেজে প্রবেশ করে। নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পক্ষ থেকে আসা পরিদর্শক হিসেবে দাবি করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এএসপি মো. বেল্লাল হোসেন মল্লিকের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবত ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলো।

এসময় তার কাছে বিএনসিসির ইউনিফর্ম, এক জোড়া বুট, ভুয়া এনএসআই পরিচয়পত্র ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাকে মহানগরীর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.