Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে জাল জন্ম সনদে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজীর দণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি  |  ০৩ অক্টোবর, ২০১৬

নবীগঞ্জে জন্ম সনদ জালিয়াতির মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের বিয়ে পড়াতে গিয়ে দণ্ডিত হলেন এক কাজী। সোমবার (৩ অক্টোবর) বিকেলে বাল্য বিবাহ নিরোধ আইনে ওই কাজীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার। সাজাপ্রাপ্ত কাজী মাওলানা আঃ মালিক উপজেলার দীঘলবাক ইউপির চরগাঁও গ্রামের মৃত মোঃ তোতা মিয়ার ছেলে।
 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার বিবিয়ানা শান্তিগঞ্জ এলাকার আব্দুল কাইয়ুমের অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে একই এলাকার জুবেল মিয়ার কিশোরী কন্যা সুরমা বেগমের বিয়ে কাবিন রেজিস্ট্রি করান কাজী মাওলানা আঃ মালিক। এ বিয়ের পড়াতে বর কনে উভয়ের জন্ম সনদ জাল করা হয়। ৩ লক্ষ টাকা কাবিন করে উক্ত বিবাহ কার্য সম্পন্ন হয়।

গোপন সংবাদে খবর পেয়ে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত একদল পুলিশ নিয়ে ইনাতগঞ্জ বাজারস্থ কাজীর কার্যালয়ে গিয়ে রেজিস্ট্রি খাতা পর্যালোচনা করে কাজীকে আটক করে নিয়ে আসেন। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত কাজীকে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.