Sylhet Today 24 PRINT

খাদিজার অবস্থা সংকটাপন্ন, মস্তিস্কে জটিল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৬

এমসি কলেজ ক্যাম্পাসে প্রেমে প্রত্যাখ্যাত হওয়া শাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে আহত খাদিজা আক্তার নার্গিসের অবস্থা সংকটাপন্ন। সোমবার রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হলেও তার অবস্থার উন্নতি হয়নি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খাদিজার মস্তিষ্কে দুপুরে জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

তাকে এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। ৭২ ঘন্টা পর্যবেক্ষনে রাখা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চিকিৎসরা জানিয়েছেন খাদিজার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের মাসুক মিয়ার মেয়ে খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে লজিং থাকত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। সেখানে থাকাকালে মেয়েটির কাছে প্রেম নিবেদন করে সে। নার্গিস বারবার প্রত্যাখ্যান করে। বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে শিক্ষার্থীদের সামনে দা দিয়ে কোপাতে থাকে বদরুল। প্রত্যক্ষদর্শী লোকজন নার্গিসের চিৎকার শুনে এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে এবং বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.