Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় আতশবাজি ও পটকা ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক |  ০৭ অক্টোবর, ২০১৬

আজ (শুক্রবার) থেকে শুরু হতে যাওয়া দুর্গা পুজায় আতশবাজি ও পটকা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এগুলো বিক্রয় এবং পরিবহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'বিভিন্ন উৎসব উপলক্ষ্যে আতশবাজী, পটকা ইত্যাদি ফোটানোর প্রবনতা লক্ষ্য করা যায়। এর ফলে নগরবাসীর মনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। এমতাবস্থায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ এর ২৯ ও ৩০ ধারার প্রদত্ত ক্ষমতাবলে ৭ অক্টোবর ভোর ৬টা থেকে ১১ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সিলেট মেট্রোপলিটন এলাকায় কোন প্রকার আতশবাজী, পটকা বা বিকট শব্দ হয় এমন কোন বস্তু ব্যবহার, ক্রয় বিক্রয় এবং বহন নিষিদ্ধ করা হলো।'

এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.