Sylhet Today 24 PRINT

সিলেটে কবিতায় স্মরণ সৈয়দ হককে

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৬

কবিতা পাঠের মধ্য দিয়ে সিলেটে স্মরণ করা হল সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। শুক্রবার সন্ধ্যায় সুরমাতীরে সারদা হলে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সহযোগিতা করে উর্বশী আবৃত্তি পরিষদ, শ্রুতি সিলেট, মাভৈ: আবৃত্তি সংসদ, মৃত্তিকায় মহাকাল ও কথন আবৃত্তি সংসদ।

পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুলের সভাপতিত্বে ও সৈয়দ সাইমুম আনজুম ইভানের পরিচালনায় বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, শাবির বাংলা বিভাগের ষিক্ষক সরকার সোহেল রানা, নাট্যজন বাবুল আহমদ, ছড়াকার বিধূভূষণ ভট্যাাচার্য, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত, লোক গবেষক সুমন কুমার দাস প্রমূখ।

কবিতা পাঠের শুরুতেই দলীয় পরিবেশনা করে মাভৈ: আবৃত্তি সংসদ শাবিপ্রবি শাখা, একক আবৃত্তি করেন সাইমুম আনজুম ইভান, আবু বকর আল আমিন। পওে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.