Sylhet Today 24 PRINT

খাদিজার অবস্থার আরও উন্নতি হয়েছে: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০১৬

সিলেট এমসি কলেজে সন্ত্রাসী বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউল সাত্তার।

তিনি বলেন, "  খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে অবশ্যই ভালো। সে এখনও সংজ্ঞাহীন। তবে তার হাত পায়ে অনুভূতি রয়েছে।"

রেজাউল সাত্তার বলেন, এ ধরনের রোগীদের দীর্ঘ মেয়াদি চিকিৎসা প্রয়োজন হয়। সংজ্ঞা ফিরে এলে অর্থোপেডিকস চিকিৎসকরা চিকিৎসা শুরু করবেন। এ ধরনের রোগীদের ক্ষেত্রে অঙ্গহানি বড় বিষয় নয়, বেঁচে থাকাই বড় কথা।

তিনি আরো বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘গোল্ডেন আওয়ার’ বলে একটা কথা আছে। চার ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করতে হয়। এক্ষেত্রে সিলেট মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। তাই ১২/১৩ ঘণ্টা পেশেন্ট রিসিভ করলেও খাদিজা বেঁচে আছে।


উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেলে খাদিজা আক্তার নার্গিসকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে বদরুল আলম নামের এক শাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার মধ্যরাতেই  ঢাকায় প্রেরণ করা হয়।

এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। খাদিজার চাচা বাদি হয়ে বদরুলের বিরুদ্ধে মামলা করেন। বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.