Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জ সড়কে টমটম ও অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞা

ছাতক প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৬

সিলেট-সুনামগঞ্জ সড়কে ব্যাটারি চালিত টমটম ও অটো-রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সিলেট-সুনামগঞ্জ সড়কে দিনভর মাইক যোগে জয়কলস হাইওয়ে পুলিশ জারীকৃত এ নিষেধাজ্ঞা প্রচার করে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দেশের হাইওয়ে সড়কগুলোতে ব্যাটারি চালিত টমটম ও অটো-রিক্সা, চলাচলের উপর এক নিষেধাজ্ঞা জারী করেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলরত ব্যাটারি চালিত টমটম ও অটো-রিক্সার মালিক, চালক ও যাত্রী সাধারণের অবগতির জন্য মাইকযোগে হাইকোর্টের নির্দেশনা প্রচার করা হয়েছে। রোববার থেকে এ আদেশ কার্যকর হয়। আদালতের আদেশ প্রচারকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি চালিত তিনটি টমটম আটক করে হাইওয়ে পুলিশ।

এদিকে সিলেটের টুকেরবাজার, লামাকাজী, ছাতকের গোবিন্দগঞ্জ, ধারনবাজার, জাউয়া বাজার, দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও পাগলা বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে ব্যাটারি চালিত কিছু টমটম ও অটো-রিক্সা চলাচল করতে দেখা গেছে।

জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শফিকুল আলম জানান, হাইকোর্টের জারীকৃত আদেশ বাস্তবায়নে হাইওয়ে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় আদেশ অমান্যকারীদের গাড়ী আটক করে চালকের বিরুদ্ধে নেয়া হবে প্রচলিত আইনি ব্যবস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.