Sylhet Today 24 PRINT

প্রতারণার মামলায় রাগীব আলীর সহচর দেওয়ান মোস্তাক মজিদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক |  ১০ অক্টোবর, ২০১৬

কাগজপত্র জালিয়াতি করে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতারণার মামলায়  শিল্পপতি রাগীব আলীর আত্মীয় ও একান্ত সহচর বলে পরিচিত দেওয়ান মোস্তাক মজিদকে কারাগারে  পাঠিয়েছেন আদালত।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে তিনি আত্মসমপর্ন করে জামিন চাইলে  সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুল খালিক, রেজাউল করিম, এমাদউল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুল ইসলাম, মাহফুজুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে প্রতারণার মামলায় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ, তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে স্থায়ী জামিনে আছেন পঙ্কজ কুমার গুপ্ত।

আর গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.