Sylhet Today 24 PRINT

পারাবত ট্রেনের অগ্নিকান্ডে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি

হামিদুর রহমান, মাধবপুর |  ১০ অক্টোবর, ২০১৬

হবিগঞ্জে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল স্টেশনের কাছে সিলেটগামী পারাবত ট্রেনের তিন বগি লাইচ্যুত ও ইঞ্জিন আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ায় অন্তত ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। নোয়াপাড়া স্টেশন মাষ্টার আবু সাঈদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পারাবত ট্রেনের ইঞ্জিন আগুনে পুরোটাই পুড়ে গেছে। রেললাইন ও অটোসিগনালের ব্যাপক ক্ষতি হয়েছে।তিনি আরো জানান, একটি নতুন ইঞ্জিনের মূল্য প্রায় ৩০ কোটি টাকা, রেল লাইন, সিগনাল ও অন্যান্য ক্ষতি মিলে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে সরকারের।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের ঊর্ধ্বতন উপসহকারি প্রকৌশলী (পথ) রুহুল আকতার খান জানান, পারাবত ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় রেললাইন, সিগনালের ব্যাপক ক্ষতি হয়।

 তিনি বলেন, শুক্রবার ঘটনার পর থেকে (৮ই অক্টোবর) শনিবারও দুঘর্টনাস্থলে শ্রমিকরা কাজ করছেন।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টার দিকে সিলেটগামী পারাবত ট্রেন নোয়াপাড়া স্টেশনের আউটারে প্রবেশের পর বিকট শব্দে তিন বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩০ কোটি টাকা মূল্যের ইঞ্জিন পুড়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.