Sylhet Today 24 PRINT

খাদিজার উপর হামলার প্রতিবাদে খেলোয়াড় কল্যাণ সংস্থার মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কোপানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা।

মঙ্গলবার বেলা আড়াইটায় সিলেট জেলা স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)'র প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও ক্রীড়া সংগঠন আজাদুর রহমান আজাদ, জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক হাজী মিলাদ আহমদ, সিলেট জেলা স্টেডিয়ামের ট্রেজারার সিরাজ আহমদ।

সংস্থার সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলুর পরিচালনায় মানববন্ধনে সংস্থার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মান্না চৌধুরী, কামরুল হাসান, আজাদুর রহমান চ ল, রাজা চৌধুরী, আজিজ রহমান, রাজু আহমদ, জাবেদ আহমদ রাসেল, রিপন আহমদ, জামিল আহমদ, ইমতিয়াজ আহমদ, সুফিয়ান খালেদ, খালেদ আহমদ, লিটন আহমদ, মিজানুর রহমান।

এছাড়া অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- খাদিজার বাবা মাসুক আহমদ, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চেরাগ, টিলাগড় ক্লাবের প্রতিনিধি কাদির আহমদ, সিলেট উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, ধারাভাষ্যকার সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, রেফারি আরিছ আহমদ, জাতীয় ব্যাটমিন্টন তারকা এনামুল হক, প্রদীপ, ক্রীড়া ব্যক্তিত্ব রাশু প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে উপস্থিত হন জেলা রেফারি এসোসিয়েশন, ধারাভাষ্যকার এসোসিয়েশন, ফুটবল সার্পোটার ফোরাম, ব্যাটমিন্টন এসোসিয়শেনর নেতৃবৃন্দ।

এছাড়া সংস্থার সদস্য এবং সর্বস্তরের ক্রীড়াপ্রেমীরাও এতে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.