Sylhet Today 24 PRINT

এবার ১০ টাকার চাল বিক্রির নামে প্রতারণার দায়ে সেই রিমন আটক

নিজস্ব প্রতিবেদক |  ১১ অক্টোবর, ২০১৬

সিলেটের দক্ষিণ সুরমায় ১০ টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে সালাউদ্দিন আহমদ রিমন (৩৭) নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একাধিকবার মেয়র প্রার্থী হয়ে আলোচনায় আসেন রিমন। নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে নিয়ে সমালোচনাও রয়েছে। আরআগেও একাধিকবার গ্রেপ্তার হতে হয় তাকে।

মঙ্গলবার কুচাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড হবিনন্দী এলাকায় সরকারী হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা মূল্যে চাল বিক্রির সময় নিন্মমানের চাল দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৩ হাজার ৪ শত ১০ কেজি নিন্মমানের চাল জব্দ করা হয়।

রিমন মোগলাবাজার থানাধীন হবিনন্দী এলাকার আলাউদ্দিনের পুত্র।

সিলেট দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা জানান, বর্তমান সরকার কৃষকের কাছ থেকে অনেক দাম দিয়ে চাল ক্রয় করে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা মূল্যে বিক্রি করছে। এই ডিলার সেই চাল অন্য জায়গায় বিক্রি করে বস্তার ভিতর নোংরা নষ্ট চাল ভরে মানুষের সাথে প্রতারণা করে বিক্রি করেছে। এর ফলে সরকারের সুনাম নষ্ট করছে।

তাই গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে রিমনকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.