Sylhet Today 24 PRINT

জিলু হত্যাকারীদের বিএনপি-ছাত্রদলে পুনর্বাসনের শঙ্কা ভাইয়ের

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৬

সিলেটের ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু’র হত্যাকারীদের বিএনপি ও ছাত্রদলের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জিলুর ভাই আহমেদ আহসান মাহবুব। মাহবুব নিজেও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

এমন আশঙ্কা প্রকাশ করে 'হত্যাকারীদের' দলে পদায়ন না করতে সম্প্রতি তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আবেদন করেছেন।

লিখিত আবেদনে আহমেদ আহসান মাহবুব উল্লেখ করেন, ২০১৪ সালের ২৭ জুন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুল হক জিলু’কে সিলেট শহরের কতিপয় চিহ্নিত সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এই মামলার অভিযুক্তদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু জিলু হত্যার মামলা বিচারাধীন থাকাবস্থায় এই মামলার আসামীদের বিএনপি-ছাত্রদলের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছেন সিলেটের কিছু অতি-উৎসাহী বিএনপি ও ছাত্রদল নেতা। যা 'সিলেটের ছাত্রদল এবং বিশেষ করে আমাদের পরিবারের সদস্যদের বুকে কুঠারাঘাত করার শামিল' বলে আবেদনে উল্লেখ করেন মাহবুব।

আবেদনে তিনি ‌জিলুর 'হত্যাকারীদের' বিএনপি-ছাত্রদলের রাজনীতিতে কখনোই পুনর্বাসিত না করার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.