Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ বরখাস্ত

নিউজ ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৫

 সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হবিগঞ্জ পৌর মেয়র ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জি কে গউছকে সাময়িক বরখাস্তের কথা উল্লেখ করা হয়।

এ ব্যাপারে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক  জানান, মেয়র জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত (চার্জশিটভুক্ত) হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পৌর সচিব নুরে আজম শরীফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান- মেয়র জি কে গউছের স্থলে প্যানেল মেয়র-১ কাউন্সিলর পিয়ারা বেগমকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে জনসভা শেষে বাড়ি ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ জন।

ওই মামলায় অভিযুক্ত আসামি পৌর মেয়র জি কে গউছ বর্তমানে কারাগারে।

হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ বরখাস্ত

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.