Sylhet Today 24 PRINT

মুক্তিপণের টাকা আনতে গিয়ে ধরা পড়লো অপহরণকারীরা

সিলেটে গরু ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১৫ নভেম্বর, ২০১৬

মঙ্গলবার সকালে গরু কিনতে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন সিলেটের জৈন্তাপুরের গরু ব্যবসায়ী জালাল আহমদ। নগরী থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর জালালের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। একটি বিকাশ নাম্বার দিয়ে ওই নাম্বারের টাকা পাঠানোর জন্য বলে অপহরণকারীরা।

সিলেট কতোয়ালি থানা পুলিশকে এ ব্যাপারে অভিযোগ জানান জালালের ভাই। পুলিশ অপহরণকারীদের দেওয়া বিকাশ নাম্বারের খোঁজ নিয়ে দেখতে পায়, তারাপুর চা বাগান এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিকাশ নাম্বার এটি।

 ওই ব্যবসা প্রতিষ্ঠান খোঁজে বের করে কতোয়ালি থানা পুলিশ। এরপর অপহরণকারীদের মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণের ৫০ হাজার টাকা বিকাশ নাম্বারে দেওয়া হয়েছে বলে জানান অপহৃত জালালের ভাই।

সন্ধ্যায় ওই বিকাশের দোকান থেকে টাকা তুলতে আসে দুই অপরহণকারী। এসময় ওইস্থানে আগে থেকে ওৎপেতে থাকা দুই অপহরণকারীকে আটক করে পুলিশ।

এই ঘটনার বর্ণনা দিয়ে সিলেট কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়েজ বলেন, আটককৃত দুজনের নাম শহীদ এবং রাজন। তাদের কতোয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃত গরু ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.