Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নবান্ন উৎসব

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৬ নভেম্বর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব  উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকায় আমন ধান কর্তন করে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন।

এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু (রিজু মিয়া), জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরসালিন,হলিয়ার পাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসাম পারভেজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন চন্দ্র শীল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ও তরুন কৃষক সংগঠক জাহাঙ্গীর আলম জামালসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ প্রাঙ্গনে সন্ধ্যায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.