Sylhet Today 24 PRINT

মাধবপুরে মন্দিরে হামলার ঘটনায় এসআই প্রত্যাহার

মাধবপুর প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে মন্দিরে হামলার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে থানার উপ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার একটি ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক মাধবপুর পৌর শহরে ঝুলন ও কালী মন্দিরে হামলা ও ভাংচুর চালায়। ওই সময়ে মন্দির প্রহরায় দায়িত্বে নিযুক্ত ছিলেন উপ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন। কিন্তু ভাংচুরের ঘটনা চলাকালে তাকে সেখানে দেখা যায়নি।

এই ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত ওই এসআইর বিরোদ্ধে কর্তব্য অবহেলার অভিযোগ তুলেন। কর্তব্য কাজের অবহেলার অভিযোগে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনকে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ডিআইজির নির্দেশে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বলেন, কর্তৃপক্ষের নির্দেশে এসআই গিয়াস উদ্দিনকে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিসি দিয়ে সিলেট আর আর এফ এ গিয়াস উদ্দিনকে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.