Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ে অনন্ত ৩০জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয় পশ্চিম জাফলং ইউনিয়নের গহড়া এবং পূর্ব জাফলং ইউনিয়নের ছোটখেল গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৯রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, গরুর চুরির বিষয়কে কেন্দ্র করে উভয় গ্রামের লোকজনের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। আজ সকালে তারা দেশিয় অস্ত্র নিয়ে গহড়া হাওরে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সর্দারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা এবং নয় রাউন্ড ফাঁকা ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে মুঠোফোনে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটির সমাধানের জন্য এখন উভয়পক্ষের মুরব্বিদের সাথে বৈঠক চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.