Sylhet Today 24 PRINT

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ডিসেম্বর, ২০১৬

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। শনিবার যাচাই-বাছাই শেষে এদের মনোনয়ন পত্র বাতিল করে নির্বাচন কমিশন। মনোয়ন বাতিল হওয়া সকলেই সদস্য প্রার্থী।

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৫ টি ওয়ার্ডে ১’শ ১৯ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তবে বাতিল হওয়া প্রার্থীরা সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরাবর আগামী ৫ ও ৬ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন।

সিলেট জেলা নির্বাচনী অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-

১ নং ওয়ার্ড: ১ নং ওয়ার্ড থেকে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন,  রজত কান্তিগুপ্ত ও স্বপন বর্মন।

২ নং ওয়ার্ড: এ ওয়ার্ড থেকে ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি হলেন দক্ষিণ সুরমার গুলজার আহমদ।

৩ নং ওয়ার্ড: ৩ নং ওয়ার্ড থেকে যার মনোনয়নপত্র বাতিল হয়েছে তার নাম সেলিম আহমদ। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলায়।

৫ নং ওয়ার্ড : ৫ নং ওয়ার্ড থেকেও গোয়াইনঘাট উপজেলার মোঃ শাহ পরাণের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

৭ নং ওয়ার্ড: বালাগঞ্জের শেখ এম এ কাইয়ুম মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ নং ওয়ার্ড থেকে। তার মনোনয়নপত্রটি বাতিল হয়ে গেছে।

৮ নং ওয়ার্ড: ৮ নং ওয়ার্ড থেকে বাতিল হয়েছে ওসমানী নগরের সৈয়দ এনামুল হকের মনোনয়নপত্র।

৯ নং ওয়ার্ড: এ ওয়ার্ড থেকে যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, বিশ্বনাথের মো শামসুল ইসলাম ও আব্দুল কাহার।

১০ নং ওয়ার্ড: এ ওয়ার্ড থেকেও ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন হাছান ইমাদ ও নাজমুল হোসেন নাজিম। তারা দুজনের বাড়িই গোলাপগঞ্জ উপজেলায়।

১১ নং ওয়ার্ড: ১১ নং ওয়ার্ড থেকেও ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন, হাজী মোঃ রফিক উদ্দিন ও আব্দুল কাইয়ুম। এ ২ জনের বাড়িও গোলাপগঞ্জ উপজেলায়।

১২ নং ওয়ার্ড:  এ ওয়ার্ড থেকে বাতিল হয়েছে বিয়ানীবাজার উপজেলার ময়েজ আহমদের।

১৩ নং ওয়ার্ড: এ ওয়ার্ড থেকে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের নাম আবু জাফর মোহাম্মদ রায়হান, এম বাবর লস্কর ও এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী। তাদের ৩ জনের বাড়িই জকিগঞ্জ উপজেলায়।

১৪ নং ওয়ার্ড: ১৪ নং ওয়ার্ড থেকে মোট ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন, শাহাব উদ্দিন, নূরুল ইসলাম, ও নূরুল হক। তাদের ৩ জনের বাড়ি কানাইঘাট উপজেলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.