Sylhet Today 24 PRINT

পাঠানটুলা থেকে নারী চোর আটক, মোবাইল ও টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০১৭

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় ঘরের ভেতর থেকে মোবাইল ও টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম হোসনা বেগম (২৬)। তিনি সিলেটের বিমানবন্দর থানার নোয়াইপাড়ায় ভাসমান ভাবে বসবাস করেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পাঠানটুলাস্থ পল্লবী আ/এ সি ব্লকের ১২ নং হাজী শফিক মঞ্জিলে ঘটনাটি ঘটে। বাসার দরজা খোলা পেয়ে হোসনা বেগম ভেতরে প্রবেশ করে মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তা দেখে ফেলেন ওই বাসারই একজন গৃহিনী। এসময় তার চিৎকার শুনে এগিয়ে আসেন বাসার গৃহকর্তা। তিনি মোটরসাইকেল যোগে ধাওয়া করে পল্লবী রোড থেকে স্থানীয়দের সহায়তায় হোসনা বেগমকে আটক করেন।

আটক হোসনার কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে হোসনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, হোসনা বেগমকে থানায় নেয়া হয়েছে। সে নগরীর বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে চুরি করে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.