Sylhet Today 24 PRINT

সিলেটে শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামীর জামিন

নিজস্ব প্রতিবেদক |  ১২ জানুয়ারী, ২০১৭

সিলেটে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামী আবু ওবায়দা ওরফে হারুন জামিন পেয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) এর বিচারক মো. মাহফুজুর রহমান ভুঞা তার জামিন মঞ্জুর করেন।

আজ বৃহস্পতিবার মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওবায়দার কাগজপত্র বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে বলে কারা সূত্র জানিয়েছে।

২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে নগরীর ফাজিলচিশতে বিএনপি নেতা ডা. আরিফ আহমদ রিফার বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুই জঙ্গি মারা যায়। হরকাতুল জিহাদের জঙ্গিরা জনসভায় বোমা মেরে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে পুলিশের দাবি। কিন্তু এর আগে বোমা তৈরিকালে বিস্ফোরণ ঘটায় পরিকল্পনা ভেস্তে যায়।

এ ব্যাপারে কোতয়ালী থানার তৎকালীন ওসি বাদী হয়ে একটি মামলা করেন। আবু ওবায়দা ওরফে হারুন ছাড়াও এ মামলার অপর আসামীদের মধ্যে রয়েছেন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ও ডা. আরিফ আহমদ মমতাজ রিফাসহ ৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.