Sylhet Today 24 PRINT

সিলেটের উন্নয়নে ২৫ কোটি টাকা দেবে ভারত, চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা ও পরিবেশ উন্নয়নের জন্য গৃহীত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে প্রায় ২৫ কোটি টাকার একটি অনুদান চুক্তি সাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউজে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল হক এবং ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা চুক্তিতে সাক্ষর করেন। এসময় উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উন্নয়ন প্রকল্পগুলো হলো- একটি কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ, একটি ক্লিনিক নির্মাণ ও ধোপাদিঘীরপাড়ে ওয়াক ওয়ে নির্মাণ।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা বলেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ভারত সরকার সবসময় এ ধারাবাহিকতা বজায় রাখতে চায়।

জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, এ ইস্যুতে সবসময় দুই দেশ একসাথে কাজ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.