Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাঁই, ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কুলাউড়া প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে অগ্নিকান্ডে বসতবাড়ি বাড়ি পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের সময় দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার বরমচাল ইউনিয়নের উসমানপুর গ্রামের দুদু মিয়া ও চুনু মিয়ার বাড়ীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১ টা ৩০ মিনিটে জুম্মার নামাজে সময় পুরুষশুন্য বাড়িতে মহিলারা হঠাৎ আগুনের লেলিহান শিখা জ্বলছে দেখতে পান। প্রাথমিক পর্যায়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। কিছুক্ষণের মধ্যে আগুনে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভিতর থাকা স্বর্ণালঙ্কার, দলিলসহ ফ্রিজ, টিভি, আসবাবপত্র পুড়ে যায়। এঘটনায় ওই বাড়ির একজন এসএসসি পরীক্ষার্থী এবং ইয়াকুব তাজুল মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীর প্রবেশপত্রসহ যাবতীয় প্রয়োজনীয় কাগাজপত্র পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন জানান, অগ্নিকা-ের খবর পেয়ে দুপুর ২ টায় প্রথমে একটি ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় দ্বিতীয় পর্যায়ে দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের আরেকটি গাড়ি এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমানপুর গ্রামের মিয়ার বাড়িতে আগুন লেগে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফয়ার সার্ভিস সূত্রে জানা যায়।

এবিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. দেওয়ান আলী জানান, দুপুর ১২ টা ৩০ মিনিটে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমানপুর গ্রামে খরের স্তুপে আগুন লেগে প্রায় 10 হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এরপর দুপুর দেড়টায় বরমচালের দুদু মিয়ার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করার আগেই সবকিছু পুড়ে যায়। এতে প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুদু মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারনা। আগুন নেভানোর সময় ফায়ারম্যান অসীম কুমার সিংহ এবং আনোয়ার হোসেন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.