Sylhet Today 24 PRINT

সিলেটবাসীর কাছে বেঙ্গল ফাউন্ডেশন চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বেঙ্গল সংস্কৃতি উৎসবের তৃতীয় দিনের উৎসব চলাকালে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের একটি বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি গণমাধ্যমে এ বিবৃতি দেন।

বিবৃতিতে আবুল খায়ের বলেন, ‘গত শুক্রবার রাতে বেঙ্গল সংস্কৃতি উৎসব চলাকালে আমার কিছু অনাকাঙ্খিত বক্তব্য সিলেটবাসীর মনোকষ্ট ও পীড়ার কারণ হয়েছে। এ ঘটনায় আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি এবং আমার বক্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছি।

আবুল খায়ের আরও বলেন, এ দুঃখপ্রকাশের মধ্য দিয়ে আমি আশা করছি, সিলেটবাসী বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যথারীতি উৎসব উপভোগ করবেন। সবার সম্মিলিত অংশগ্রহণে বাকি দিনগুলোতে উৎসবটি আরও প্রাণবন্ত হবে বলে আমি আশা প্রকাশ করছি।’

উল্লেখ্য, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে চলছে দশদিনব্যাপী ‘মানবিক সাধনায় বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.