Sylhet Today 24 PRINT

সিলেটে গণজাগরণ মঞ্চের ‘অভিজিৎ স্মরণ’

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার দুই বছর পূর্তিতে সিলেটে গণজাগরণ মঞ্চ আয়োজন করে ‘অভিজিৎ স্মরণ’।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অভিজিৎ রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে এই লেখককে স্মরণ করা হয়।

এসময় অভিজিৎ রায়সহ সাম্প্রতিককালে খুন হওয়া সকল মুক্তমনা লেখক, ব্লগার হত্যার দ্রুত বিচার দাবি করা হয়। বক্তারা দুই বছরে অভিজিৎ রায় হত্যার বিচারে তেমন অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

অভিজিৎ স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, উদীচী সিলেটের সংগঠক ইন্দ্রাণী সেন সম্পা, ধ্রুব গৗতম, প্রজেক্ট লন্ডন-১৯৭১ এর সমন্বয়ক উজ্জ্বল দাশ, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সংগঠক আব্দুল বাতিন, রাজীব রাসেল, দেবজ্যোতি দেবু, সৈয়দ রাসেল, অরূপ বাউল, উত্তরা সেন পম্পা, শুভ ধর, রেদোয়ান আহমদ, ছাত্র ইউনিয়নি সিলেটের সভাপতি সপ্তর্ষি দাশ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন অভিজিৎ রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.