Sylhet Today 24 PRINT

'নেতাগিরি' দেখাতে গিয়ে আটকা পড়লেন সেই রিমন !

নেতাগিরি দেখাতে গিয়ে ফেঁসে গেলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বহুল আলোচিত মেয়র পদপ্রার্থী যুবদল নেতা সালাহ উদ্দিন রিমন ওরফে ‘ভাঙাড়ি’ রিমন।

নিউজ ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৫

নেতাগিরি দেখাতে গিয়ে ফেঁসে গেলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বহুল আলোচিত মেয়র পদপ্রার্থী যুবদল নেতা সালাহ উদ্দিন রিমন ওরফে ‘ভাঙাড়ি’ রিমন।

ছাত্রদল নেতা আবদুল্লাহ শাফি শাহেদ ওরফে ‘ডুম’ শাহেদকে পুলিশ ফাঁড়িতে দেখতে গিয়ে নিজেই আটক হলেন তিনি । এ ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেও ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে ।
অনেকেই মন্তব্য করেন- 'মামু নেতাগিরি দেখানিত গেছলা , কিন্তু পুলিশের কাছে ইতা নেতাগিরি বিকিছে না' ।

শুক্রবার রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) ১টার দিকে আম্বরখানা ফাঁড়ি থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়- শুক্রবার রাত সোয়া ১২টার দিকে আম্বরখানা হোটেল পলাশ থেকে পুলিশ আটক করে ছাত্রদল নেতা ‘ডুম’ শাহেদকে।

খবর পেয়ে রাত ১টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে তাকে দেখতে যান সালাহ উদ্দিন রিমন ওরফে ‘ভাঙাড়ি’ রিমন। পুলিশ ফাঁড়িতে নিজেকে সাবেক মেয়র প্রার্থী ও যুবদল নেতা পরিচয় দিয়ে শাহেদের সাথে দেখা করতে চান তিনি।

তখন পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.