Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ২০ হাজার টাকার নিষিদ্ধ গাইড বই জব্দ

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৭

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ গাইড বই বিক্রির অপরাধে ৩টি লাইব্রেরীকে ৩ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০ হাজার টাকার গাইড বই জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা সদরের নতুন ও পুরনো বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

তিনটি লাইব্রেরীর মধ্যে সুসমিতা লাইব্রেরীকে ১হাজার ৫০০ টাকা জরিমানা ও ১০১টি গাইড বই জব্দ করা হয়। অপর দুটির মধ্যে রাজ্জাকিয়া লাইব্রেরীকে ১ হাজার টাকা জরিমানা ও ৩০টি গাইড বই এবং কাওছার লাইব্রেরীকে ৫০০ টাকা জরিমানা ও ৮০টি গাইড বই জব্দ করা হয়। এছাড়া ভাসমান সিগারেটের ২টি ও একটি মুদি দোকান থেকে ৬০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও অমিতাভ পরাগ তালুকদার। তিনি এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক, পিএসআই সিরাজ মিয়াসহ একদল পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.